Sunday, August 3, 2025

পাচার না রেমিট্যান্স

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা ছোটবেলার চৌবাচ্চার অংকের মত। সাধারণত সমাজের প্রান্তিক জনগোষ্ঠী দেশে বা বিদেশে কায়িকশ্রম করে দেশের অর্থ ভান্ডার পূর্ণ করে। প্রত্যেকের ব্যক্তিগত অবদান কম হলেও সংখ্যা দিয়ে তারা সেটা পুষিয়ে নেয়। অন্যদিকে সমাজের উঁচু শ্রেণীর লোকেরা মোটা মোটা নল ব্যবহার করে সেই অর্থ ভান্ডার খালি করে। প্রথমটাকে আমরা রেমিট্যান্স বললে দ্বিতীয়টাকে বলি পাচার। তবে কোনটা কি সেটা নির্ভর করে পাচার বলতে কে কী বোঝে। সাধারণত নিজ দেশ থেকে বিদেশে টাকা চালান করাকে বলে পাচার, উল্টোটা রেমিট্যান্স। যারা বিদেশে বিশাল পরিমাণ অর্থ নিয়ে যায় তারা প্রায় সবাই এসব দেশের নাগরিক। তাই তারা ভাবতেই পারে যে এটা পাচার নয়, রেমিট্যান্স। 

দুবনা, ০৩ আগস্ট ২০২৫



No comments:

Post a Comment