Friday, August 1, 2025

সমস্যা

আমাদের অন্যতম প্রধান সমস্যা হল সাফল্যের অনুপস্থিতি। ফলে অন্যের ব্যর্থতায় লাফিয়েই আমাদের যত সুখ। আওয়ামী লীগের সমালোচনা শুনে অনেকে এতটাই উচ্ছ্বসিত যে কখন যে বাঁশটি তার নিজের পশ্চাৎদেশে ঢুকে গেছে সেটাও টের পায়নি। যখন বাঁশের অস্তিত্ব শেষ পর্যন্ত টের পাওয়া গেল তখন খুব বেশি দেরি হয়ে যায়নি তো? একাত্তরের পক্ষের শক্তি বলে পরিচিত এরা একাত্তর বিরোধী এতকিছু নীরবে গলাধঃকরণ করেছে যে এখন তাদের চরিত্র নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। গ্রামে একটি প্রবাদ চালু আছে - ঘোমটা দিতে গিয়ে পেছন উদলা। স্বৈরাচারের বিরুদ্ধে বর্ম তৈরি করতে গিয়ে এরা কখন যে একাত্তরকে অরক্ষিত করে ফেলেছে সেটাই বুঝতে পারছে না।

দুবনা, ০১ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment