আমেরিকা ও বাংলাদেশ সম্পর্কের বড় সমস্যা দুই পক্ষের উদারতার অভাব।
দুই একটা পোর্ট, কিছু করিডোর, সামরিক ঘাঁটি ইত্যাদি ফকিন্নি মার্কা উপহার না চেয়ে বা না দিয়ে পুরো দেশটাকে আমেরিকার হাতে তুলে নিলেই বা দিলেই তো ল্যাঠা চুকে যায়। তাতে আমেরিকা বিনা বুলেটে ৫১ তম স্টেট পায় আর বাংলাদেশ অনেকগুলো সামাজিক স্তর বাইপাস করে এক লাফে উন্নত গণতন্ত্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মর্যাদা পায়। আমেরিকা পায় ১৮ কোটি শ্রমিক আর বাংলাদেশের ১৮ কোটি মানুষ পায় বহুল প্রত্যাশিত আমেরিকার নাগরিকত্ব। ইউনুস সরকার এ ব্যাপারে গণভোট আয়োজন করতে পারে। এই নির্বাচনে তারা যে বিপুল ভোটে জয়ী হবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। তাতে এই সরকার নির্বাচন দিতে চায় না সেই বদনাম থেকেও মুক্তি পাবে আর আমেরিকা যে শুধু ভূরাজনৈতিক স্বার্থেই কোন দেশ রাজনীতিতে নাক গলায় না সে দেশের মানুষের ভরণপোষণের দায়িত্ব নেয় সেটাও প্রমাণিত হবে। সব মিলিয়ে যাকে বলে উইন উইন সিচুয়েশন।
দুবনা, ১৪ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment