Thursday, August 28, 2025

বানর

দেশে বলে বানরকে লাই দিলে মাথায় ওঠে। ইউরোপে বানর নেই তাই এদের মনে হয় এই প্রবাদটি জানা নেই। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের শরণার্থীদের উপর খড়গহস্ত। এই শরণার্থীরা পোল্যান্ডের নাগরিকদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পায়। তিনি বলেছেন এখন থেকে সেটা শুধু পোল্যান্ডে কর্মরত ইউক্রেন শরণার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া তিনি বান্দেরার প্রতীককে হিটলারের প্রতীকের সাথে এক করেছেন এবং পোল্যান্ডে বান্দেরার প্রতীক নিষিদ্ধ করেছেন। ইউক্রেন এতে যারপরনাই চটে গেছে এবং এর বিরদ্ধে ব্যবস্থা নেবার হুমকি দিয়েছে। বানর সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে পোল্যান্ড অবশ্যই ইউক্রেনের ফ্যাসিবাদী সরকারকে নিঃশর্ত ভাবে সমর্থন দেবার মত ভুলগুলো করত না।

দুবনা, ২৮ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment