Sunday, August 17, 2025

ইচ্ছা

মা বলতেন "আসা নিজের ইচ্ছায় আর যাওয়া পরের ইচ্ছায়।"
যখন কেউ বলে নিজের ইচ্ছায় ক্ষমতায় আসিনি জনগণের ইচ্ছায় এসেছি তখন মনে প্রশ্ন জাগে 

ক্ষমতার ক্ষেত্রে মনে হয় উল্টোটা ঘটে অথবা যেসব ক্ষমতাসীন মানুষ এসব বলে তারা মায়ের পেটে জন্ম নেয়নি। 

আচ্ছা এরা জনগণের ইচ্ছায় যাবে কি?

মস্কো, ১৭ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment