দিন দিন শাসন শোষণে পরিনত হচ্ছে। বাইরে থেকে সেরকম মনে না হলেও শাসক দল সব দেশেই দিন দিন শোষক হয়ে যাচ্ছে। এর কারণ রাজনীতির বানিজ্যিকরণ। অর্থ আর ক্ষমতা মুদ্রার এপিঠ ওপিঠ। অর্থ ক্ষমতায় আরোহণের পথ সহজ করে আর ক্ষমতা অর্থ উপার্জন মসৃণ করে। বিপুল পরিমাণ অর্থ শোষণ ছাড়া স্বচ্ছন্দে দম নিতে পারে না কারণ শোষণ অগাধ ও অবাধ উপার্জনের জন্য অক্সিজেন স্বরূপ। সেই বিবেচনায় সমাজতন্ত্র হল একদলীয় শোষণ আর গণতন্ত্র - বহুদলীয় শোষণ। সমাজতন্ত্রে দ্রব্যমূল্য ও দৈনন্দিন জীবনের মত শোষণেও এক ধরনের স্থিতিশীলতা আছে, বাজার অর্থনীতিতে সব কিছুর মত শোষণও অস্থির, ক্রমাগত ঊর্ধ্বমুখী।
মস্কোর পথে, ৩১ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment