Monday, September 1, 2025

আস্তিক

আজ ১ সেপ্টেম্বর, রাশিয়ায় জ্ঞান দিবস। আজ থেকে শুরু হল নতুন শিক্ষা বছর। লাখ লাখ ছেলেমেয়ে জীবনে প্রথম বারের মত স্কুলে গেল। আমারও ক্লাস শুরু হল। তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে আজই প্রথম পরিচয়। ক্লাস শেষে জিজ্ঞেস করলাম 
তোমরা সবাই আস্তিক মনে হচ্ছে?
কেন আপনি এমন ভাবছেন?
কোন প্রশ্ন করছ না, যা বলছি শুনছ আর লিখে যাচ্ছ?
এর সাথে আস্তিকতার সম্পর্ক ঠিক বুঝলাম না।
ওরা সব বিশ্বাস করে, প্রশ্ন করে না। প্রশ্ন বিজ্ঞানের জীবনীশক্তি। প্রশ্ন না করলে তো বিজ্ঞান হবে না।
খুব সুক্ষ আপনার রিমার্ক।
কী আর করা? দেখছ না আমি কেমন হালকা পাতলা? 

ভালো লাগে যখন ছাত্র-ছাত্রীদের সেন্স অব হিউমার সাহারা না হয়।

মস্কো, ০১ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment