মহামায়া কংসকে উদ্দেশ্য করে বলেছিলেন
তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সেআসলে সবকিছুর মৃত্যু তার ভেতরেই অন্তর্নিহিত। জাভেদ আখতারের আমন্ত্রণ বাতিল করল তারাই যাদের উচিত ছিল তাঁর পাশে দাঁড়ানোর, দাঁড়িয়ে মৌলবাদকে প্রতিহত করার। সারা বিশ্বে মৌলবাদের উত্থান হচ্ছে উদারপন্থীদের হাত ধরেই। এভাবে চলতে থাকলে এমন সময় আসবে যখন উদারতার সুযোগ নিয়ে বেড়ে ওঠা মৌলবাদ এদের কচুকাটা করবে। এমন উদাহরণ পৃথিবীতে বিরল নয়। ন্যায় বিচার মানেই উদারতা নয়, ন্যায় বিচার মানে কর্ম অনুযায়ী সঠিক পুরস্কার দেয়া বা তিরস্কার করা। আবেগের বসে তিরস্কার করতে ভুলে গেলে একদিন এমন শাসনের মুখোমুখি হতে হবে যা নরককেও হার মানায়। শান্তি কারোও দয়ার দান নয়। শান্তির জন্যে লড়াই করতে হয়।
মস্কো, ০৮ সেপ্টেম্বর ২০২৫
No comments:
Post a Comment