Monday, September 15, 2025

অল ইনক্লুসিভ

রাশিয়ার ট্যুর এজেন্সিগুলো অল ইনক্লুসিভ প্যাকেজ বিক্রি করে। তাতে টিকেট, হোটেল, খাবার দাবার সব থাকে। ইনক্লুসিভ বাংলাদেশ শুনলে আমার দাবারের কথা মনে হয়। আমাদের এলাকায় দাবায মানে তাড়ানো। এখন তো সবাইকে দৌড়ের উপরে রাখা আর মব দিয়ে হেনস্থা করাই বাংলাদেশের আসল রূপ।

মস্কো, ১৫ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment