Friday, September 5, 2025

মোনাফেকি

আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা আমরা অন্যকে বদলাতে চাই কিন্তু নিজেকে বদলাই না। এমনকি বদলাতে চাইও না। আমরা চাই ভারতে ধর্মনিরপেক্ষতা বহাল থাকুক, সেদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকুক কিন্তু নিজের দেশে সেটা চাই না। আমরা পশ্চিমা বিশ্বের সব রকমের সুযোগ সুবিধা নিতে চাই, কিন্তু নিজের দেশকে পশ্চিমা বিশ্বের মত করে গড়ে তুলতে চাই না যেখানে সব নাগরিককে তার অধিকারের নিশ্চয়তা দেয়া হবে। আমরা চাই সরকার গণতান্ত্রিক নীতিতে চলুক কিন্তু একবার ক্ষমতায় গেলে নিজে আরও বেশি করে স্বৈরাচারী হই। ফলে আমাদের ঘোষিত লক্ষ্য আদর্শ কখনোই বাস্তবায়িত হয় না, কারণ আমাদের মন আর মুখের মধ্যে যোজন যোজন দূরত্ব। বছর খানেক আগেও দেশে জনপ্রিয় স্লোগান ছিল দেশটা কারোও বাপের না বা দেশটা কারোও স্বামীর না। মানুষ ভেবেছিল তাহলে নিশ্চয়ই দেশটা সবার। এখন দেখা যাচ্ছে দেশটা আসলে কয়েক জন লোকের। মোনাফেকি - এটাই বাংলাদেশের রাজনীতির অন্তর্নিহিত তাৎপর্য।

দুবনা, ০৫ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment