Saturday, September 6, 2025

যুদ্ধ মন্ত্রণালয়

আমাদের বাসা থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিট কুড়ির হাঁটা পথ। আমি আর সেভা প্রায়ই ওদিকটায় হাঁটতে যাই। কখনো গভীর রাতে রাতের মস্কোর ছবি তুলতে। এখান থেকে পার্ক কুলতুরি, ক্রেমলিন, ক্রাইস্ট দ্য স্যাভোয়ার চার্চ বেশ ভালো দেখা যায়। আবার আসি গ্রীষ্মের ভোর ৪.৩০ এর দিকে সূর্যোদয়ের ছবি তুলতে। এর পাশে এলেই সেভা বলে আক্রমণ মন্ত্রণালয়। 

খবরে দেখলাম ট্রাম্প আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলিয়ে যুদ্ধ মন্ত্রণালয় রাখছেন। তাই মনে পড়ল- আমারও তো এসব ছিল মনে, কেমনে ব্যাটা পারল সেটা জানতে?

দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment