Wednesday, September 24, 2025

কথা

গতকাল থেকে ফেসবুকে ও দু একটা গ্রুপে শেয়ার করা একটি ভিডিও দৃষ্টি আকর্ষণ করল। সেখানে বাহাত্তরের সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান হিসেবে উল্লখে করা হয়েছে এই যুক্তিতে যে সংবিধান গ্রহণে জনগণের অংশগ্রহণ ছিল না। কথাটা উড়িয়ে দেয়া যায় না এ কারণে যে সংবিধান কোন গণ ভোটে গৃহীত হয়নি। তবে এই যুক্তিতেই বিভিন্ন ধর্ম গ্রন্থ, গণতন্ত্র, মার্ক্সবাদ এসব নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ এর কোনটাই জনগণকে জিজ্ঞেস করে লেখা হয়নি। কোন বামপন্থী রাজনৈতিক কর্মী তাই যখন সংবিধান নিয়ে এই প্রশ্ন তোলে তার মার্ক্সবাদ লেনিনবাদ নিয়েও একই প্রশ্ন করা উচিৎ। বিশেষ করে কেউ যখন সিপিবির মত রাজনৈতিক দলের নেতৃস্থানীয় কেউ হয় তাকে সস্তা জনপ্রিয়তা থেকে দূরে সরে থাকতে হয়, কোন কথা বলার আগে তার রাজনৈতিক ব্যবহার বা অপব্যবহার নিয়ে ভাবতে হয়। আশা করি নতুন দায়িত্ব তাকে কথার গুরুত্ব নিয়ে ভাবতে শেখাবে।

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment