Thursday, September 4, 2025

বেলে কাক

অনেকেই বলেন সেনাবাহিনীর ক্ষমতা নেবার কথা। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেবার পরে দেশে যে সার্বিক অরাজকতা সৃষ্টি হয় তাতে মনে হয়েছিল সেনাশাসন একটা অপশন হতে পারে। কিন্তু গত এক বছরে তাদের নির্লিপ্ততা অথবা নীরব সমর্থনে দেশ থেকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া হল, যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধূলিসাৎ করা হল তাতে এই সেনাবাহিনী ক্ষমতা নিলেই কি আর না নিলেই কি? যারা মবের হাত থেকে দেশ রক্ষা করতে পারে না তারা জনগণকে রক্ষা করবে কীভাবে? বেল পাকলে কাকের কী? তবে আমার কিন্তু মনে হয় দেশে সেনাশাসনই চলছে। তারা পেছন থেকে দেশটাকে ফাঁকা করে ফেলছে শিখণ্ডী হিসেবে সমন্বয়কদের সামনে বসিয়ে। কিন্তু কেউ এদের বিরুদ্ধে বললে ঠিকই মানুষর মুখ বন্ধ করে দিচ্ছে, হত্যা করছে সাধারণ ছাত্র আর শ্রমিকদের। ধরি মাছ, না ছুঁই পানি। এক অভূতপূর্ব সেনাশাসন।

দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment