Friday, September 12, 2025

অঘটন

অনেকেই বলছে ডাকসু নির্বাচন সংসদ নির্বাচনের রিহারসেল। জাতীয় নির্বাচনে কেউই জামাতকে তেমন পাত্তা দিতে রাজি নয়। তবে ডাকসু নির্বাচন প্রমাণ করল - বিষয়টি এত সোজা নয়। বেশ কয়েক মাস আগে লিখেছিলাম যে বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগ জামাতকে ভোট দিতে পারে। কারচুপির পরেও এবার শিবিরের প্রাপ্ত ভোট দেখে মনে হয় তারা ছাত্র লীগের সমর্থকদের অনেকের ভোটই পেয়েছে। এ জন্যে তাদের গালিগালাজ করাই যায়, তবে বিএনপি বা অন্যেরা কিন্তু আওয়ামী লীগ বা ছাত্র লীগের ভোট পাওয়ার জন্য কিছুই করেনি, বরং যত দূর সম্ভব তাদের দূরে সরিয়েছে। "বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুন।" ঠিক একই ভাবে অন্তত প্রকাশ্যে জামাত শিবির আওয়ামী লীগকে যত না গালি দিয়েছে তারচেয়ে বেশি দিয়েছে বিএনপি আর বামেরা। এসব যদি চলে তাহলে জাতীয় নির্বাচনে এ ধরণের অঘটন ঘটা অসম্ভব কিছু নয়।

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment