দুবনা, ২০ সেপ্টেম্বর ২০২৫
Saturday, September 20, 2025
রাজনীতি
এমনকি সবচেয়ে বড় কোম্পানির সিইও দিনের শেষে অন্যের অধীনস্থ। তবে সিইও যদি নিজের যোগ্যতায় সেই পদে অধিষ্ঠিত হয়ে থাকেন তবে অন্যের অধীনস্থ হওয়ার পরও তিনি অনেক বেশি স্বাধীন। কারণ এখানে না হলেও অন্য কোথাও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেনই। রাজনীতির ক্ষেত্রেও তাই। যদি জনসমর্থন না থাকে পেছনে যত বড় শক্তিই থাকুক না কেন আপনি স্বাধীন না, বড়জোর করদ রাজ্যের জমিদার। আর জনসমর্থন থাকলে, জনগণ আপনাকে বিশ্বাস করলে তারাই আপনাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে। ইউরোপে এখন জনসমর্থনের অভাব খুব প্রকট। আমরাও খুব একটা পিছিয়ে নেই। জনসমর্থন রাজনীতি ক্ষেত্রে পায়ের নীচে মাটির মত। যে নেতার সেট নেই দেশবাসীর নয়, কোন গোষ্ঠী বা বিদেশী স্পন্সরের স্বার্থ রক্ষা করাই হয় তার অন্যতম প্রধান দায়িত্ব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment