রাশিয়ায় বলে "এর সাথে গুপ্তচরবৃত্তিতে যাওয়া যায়।" এর অর্থ দাঁড়াচ্ছে সেই লোককে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। কারণ গুপ্তচরবৃত্তি খুবই রিস্কি ব্যাপার। এর মধ্য দিয়ে এরা কারো প্রতি নিজেদের মনোভাব প্রকাশ করে। ডাকসু নির্বাচনে এক ভিপি প্রার্থীর মাত্র ১১ ভোট পাওয়ার খবর শুনে আমার এটাই মনে হল "এদের সাথে গুপ্তচরবৃত্তিতে যাওয়া যায় না।" কারণ একটা প্যানেল থেকে নির্বাচন করা মানে প্যানেলের সবাই একে অন্যের পাশে দাঁড়াবে এই বিশ্বাস থাকা, না থাকলে লড়াই করবে কোন সাহসে, কোন আবেগে? আচ্ছা যিনি ১১ ভোট পেলেন তিনি কি তার প্যানেলের সবার ভোটও পাননি? এই ঐক্য নিয়ে কেউ লড়াই করতে নামে? কোথায় যাচ্ছে রাজনীতি? এরপরেও আমরা শিবিরের বিজয়ে মন খারাপ করব? ধিক! শত ধিক!
দুবনা, ১১ সেপ্টেম্বর ২০২৫
No comments:
Post a Comment