মালদোভায় নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট মায়া সান্দো ক্ষমতা নিশ্চিত করার জন্য বিরোধী দল ও নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেফতার করছে। তবে এই গ্রেফতারের শিকার হচ্ছে মূলত রুশ বা রুশপন্থী লোকজন। এ কারণে এসব কাজ পশ্চিমা বিশ্বের আশির্বাদপুষ্ট। এই নির্বাচনে সান্দোকে জিতিয়ে আনার জন্য একের পর এক গণতান্ত্রিক বিগ্রেড নামছে কিশিনেভে। কথায় বলে যে পয়সা দেয় নাচের বায়নাও সেই দেয়। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যারা মিডিয়া ও বিশ্ব বাজার নিয়ন্ত্রণ করে তারাই গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে।
মস্কোর পথে, ২১ সেপ্টেম্বর ২০২৫
No comments:
Post a Comment