Saturday, September 20, 2025

না বোঝার বোঝা

ছাত্রজীবনে আমার এক বন্ধু মেট্রো থেকে নেমে বলল এক মেয়েকে চোখ মেরেছে। ওর চোখের কালো চশমা দেখিয়ে জিজ্ঞেস করলাম 
- তুই যে কালো চশমার পেছনে বসে চোখ মারলি তাতে কী লাভ হল?
- তুই এসব বুঝবি না।

আজ আপাদমস্তক কাপড়ে ঢাকা এক মহিলা দেখলাম নারী স্বাধীনতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখছে। তবে যে ব্যাপারটা আমার দৃষ্টি আকর্ষণ করল তা হল তার চোখের চশমা। তার বোরকার চোখের ওখানেও কোন ছিদ্র ছিল না। তাই আমার ধারণা চোখে চশমা থাকা না থাকা এখানে সমান। উল্টা চশমাটি মুখের স্বাভাবিক গঠনকে বিকৃত করছিল। তাই মনে প্রশ্ন জাগল চশমার কি আদৌ কোন দরকার ছিল? তবে আমার ধারণা এসব আমি বুঝব না।

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment