সারাহ অসুস্থ। মাইশা তাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। সারাহকে ডাক্তারের কেবিনে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছে মাইশা। খুব টেনশন ফিল করছে। শেষ পর্যন্ত সারাহ বেরুবে ডাক্তারের কেবিন থেকে।
কি বলল ডাক্তার? কি হয়েছে?- উদগ্রীব হয়ে জিজ্ঞেস করে মাইশা।
আর বল না। এতকাল আমরা যেটাকে অর্গাজম ভাবতাম সেটা আসলে ছিল হাঁপানি!- টিপ্পনী কাটে সারাহ।
রুশ এই চুটকি মনে পড়ল বাংলাদেশের বামপন্থী নেতাদের অবস্থা দেখে। এতকাল আমরা যাদের আদর্শবান ও জনদরদী বামপন্থী নেতা ও সমাজতন্ত্রের একনিষ্ঠ সৈনিক বলে মনে করতাম এরা আসলে জর্জ সোরসের বেতনভূক রাজনৈতিক কর্মচারী। আর সোরস ও জনগণ এরা বিপরীত মেরুর বাসিন্দা। বাম রাজনীতিও নষ্টদের হাতে চলে গেছে।
দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০২৫
No comments:
Post a Comment