Saturday, September 27, 2025

আক্ষেপ

গতকাল সিডনি থেকে ভ্রমর ফোন করল। অনেক দিন পরে কথা হল ওর সাথে। সামনে যেহেতু পূজা তাই জিজ্ঞেস করল মস্কোয় পূজা হয় কিনা, হলে কয়টা। 
আমাদের সবে ধন নীলমণি একটা মাত্র পূজা। ঠাকুর দেবতায় ভক্তি না থাকলেও দুগ্গা মাকে একটা থ্যাঙ্কু বলতেই হয়। ওনার সৌজন্যেই অনেক পুরানো বন্ধুদের সাথে দেখা হয়। জিজ্ঞেস করলাম ওদের ওখানে পূজা কয়টা?
এবার সিডনিতে ২৬ (!) টা পূজা।
বলিস কি?
হ্যাঁ, শুরু হয়েছিল একটা দিয়ে। এরপরে বিভিন্ন প্রশ্নে প্রায়ই মনোমালিন্য, দলাদলি। ফলে প্রতি বছর পূজার সংখ্যা বেড়েই চলছে।

ঠাকুর দেবতারাও আজকাল মনে হয় রাজনীতি শুরু করেছে। এযে একেবারে ডিভাইড এন্ড রুল। ইংরেজরা শুধু রাজনীতিবিদদের মধ্যেই নয়, ঠাকুর দেবতার মধ্যেও ডিভাইড এন্ড রুল ঢুকিয়ে দিয়েছে। যত দলাদলি তত পূজা মণ্ডপ, যত মণ্ডপ তত প্রসাদের ছড়াছড়ি। মানুষ তো মানুষ হোল না, আজকাল দেখছি ঠাকুর দেবতারাও মানুষ হতে পারছে না।

দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২৫

No comments:

Post a Comment