আমাদের বুদ্ধিজীবীরা কে কতটুকু জানেন সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে দেশের মানুষের জন্য যেটা সমস্যা সেটা হল এদের বুদ্ধিজীবী পরিচয়। কারণ এই পরিচয় ভাঙ্গিয়ে তারা জনমত ম্যানিপুলেট করার জন্য ইচ্ছাকৃত ভাবে মিথ্যাচার করে বা অনেক কিছু মনগড়া বিশ্লেষণ করে। একসময় তারা নিজেদের তৈরি মিথ্যাটাকেই সত্য মনে করতে শুরু করে অথবা চক্ষুলজ্জার জন্য করতে বাধ্য হয়। দুঃখের ব্যাপার হল তাকে এই বিশ্বাসের জায়গাটুকু করে দিয়েছে তারাই যাদের নির্মূল করতে আজ আজ খড়্গহস্ত। তবে আশা এই বুদ্ধির যেমন শেষ আছে জীবনের তেমনি শেষ আছে।
দুবনা, ০৬ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment