স্বৈরাচার বা রাজাকার না হয়েও যে বাংলাদেশী হওয়া যায় সেটা আমরা দিন দিন ভুলে যাচ্ছি আর সেই ভুলের সুযোগ নিয়ে একসময় মানুষ যেমন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পেয়েছে আজ তেমনি তারা রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। তারা ভুলে যায় যে স্বৈরাচার শুধু স্বৈরাচারই, কিন্তু রাজাকার শুধু রাজাকারই নয় সে একই সাথে স্বৈরাচার আর সে স্বৈরাচার যাকে বলে বাই ডেফিনিশন।
দুবনা, ৩০ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment