ট্রাম্প আর পুতিনের আলাস্কা সামিটের পর আলোচনা যেন শেষই হচ্ছে না। পশ্চিমা বিশ্ব উঠেপড়ে লেগেছে এটা বানচাল করার জন্য। জেলেনস্কি গোঁ ধরেছে সংবিধান রক্ষা করবেই। এ যেন সেই নন্দলালের অবস্থা। কেন? আচ্ছা সংবিধান যদি রক্ষা করতেই হয় তাহলে শুরুটা অনেক আগে থেকেই করা দরকার। এমনকি যদি ইউক্রেনের নিরপেক্ষতা এসব বাদও দেই তাহলে অন্তত জেলেনস্কি যে অনেক আগেই প্রেসিডেন্ট হিসেবে বেআইনি হয়ে গেছে সেটা তো নতুন কথা নয়। নাকি এটা সেই বাচ্ছাদের খেলার মত সুবিধামত সংবিধান মানা বা না মানা। আর ইউরোপের জনসমর্থনহীন এলিটরাও জেলেনস্কির সাথে সুর মিলিয়ে হুক্কা হুয়া করছে। কিন্তু এরা কি ভুলে গেছে জেলেনস্কির আর যাই থাক তার রাজনৈতিক প্রজ্ঞা বলতে কিছুই নেই, রাজনৈতিক দূরদৃষ্টি বলতে তার অভিধানে কোন শব্দ নেই। আছে শুধু ক্ষমতা আঁকড়ে থাকার অদম্য ইচ্ছে আর যুদ্ধকে ব্যবসায় পরিণত করে অনেক অনেক অর্থ উপার্জন করা যদিও কোন দিন সেটা ভোগ করতে পারবে কিনা সে নিজেও জানে না। আসলে পশ্চিমা বিশ্ব এখন কালেকটিভ ম্যাডনেসের শিকার। সবাই যেখানে পাগল সেখানে কে কার পাগলামি তাড়াবে।
দুবনা, ১৮ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment