Friday, August 22, 2025

মাছ

রান্নার আগে লোকজন যে কেন খুব করে মাছ ধুয়ে নেয় সেটা কিছুতেই মাথায় ঢোকে না। এই যে মাছ জন্মের পর থেকেই আজীবন স্নান করে নিজেকে পরিষ্কার রাখল - মানুষের মাছ ধোয়া আসলে মাছের পরিচ্ছন্নতার প্রতি অবজ্ঞা প্রদর্শন।

দুবনা, ২২ আগস্ট ২০২৫

No comments:

Post a Comment