জর্জিয়ার সরকারি দলের মুখপাত্র জানিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ শুরু হবার সময় ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বলেছিল রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার জন্য। সেই যুদ্ধে তারা জর্জিয়াকে সমস্ত ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছিল। এর আগে সাকাশভিলি সেই ফাঁদে পা দিয়ে আবখিজিয়া ও অসেতিয়া হারিয়েছিল। নতুন নেতৃত্ব বুঝেছিল যে ইউরোপ জর্জিয়ার জনগণের স্বার্থের কথা ভাবছে না, ভাবছে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ হস্তগত করার কথা আর জর্জিয়াকে ব্যবহার করছে টোপ হিসেবে। ইউক্রেনের নেতৃত্ব সেই টোপ গিলে আজ দেশ হারাচ্ছে আর ইউরোপ সময় মত বড়শি ছাড়তে না পেরে নিজেই নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে। যেমন কর্ম তেমন ফল।
দুবনা, ২৭ আগস্ট ২০২৫
No comments:
Post a Comment