Wednesday, July 30, 2025

মুখোস

যেকোনো ক্ষেত্রেই সবচেয়ে বড় সমস্যা হল মুখোস, মানে যে যা নয় তার ভান করে অন্যদের ধোঁকা দেয়া। এমনও হয় যে সে নিজেই নিজের এই মুখোসটাকে আসল মনে করে কিন্তু ক্রিটিক্যাল মূহুর্তে তার আসল রূপ বেরিয়ে আসে। এভাবে সে তার আজীবন লালিত স্বপ্নের প্রতি বিশ্বাসঘাতকতা করে। এটাও এক ধরণের অস্তিত্বের সঙ্কট। আজকাল বাম রাজনীতিতে এর প্রভাব ব্যাপক। হতে পারে আদর্শের প্রতি এদের অন্ধবিশ্বাস শেষ পর্যন্ত এদের ধর্মীয় মৌলবাদের দিকে নিয়ে যায় অথবা এদের মধ্যে মৌলবাদ সুপ্ত ছিল কিন্তু নিজেকে সে ভিন্ন সত্ত্বার কেউ বলে মনে করে বা করত।

দুবনা, ৩১ জুলাই ২০২৫

No comments:

Post a Comment