কোন কিছু একবার ঘটলে তাকে বলে দুর্ঘটনা, দুই বার ঘটলে কাকতালীয়, তিন বা ততোধিক বার ঘটলে নিয়ম।
বিগত কয়েক শ' বছর যাবৎ ইউরোপিয়ানরা বিশ্বের দেশে দেশে গেছে সেসব দেশের ধনসম্পদ লুট করতে, কোন কোন ক্ষেত্রে ভূমি দখল করতে। অধিকাংশ ক্ষেত্রেই তারা স্থানীয় জনগণকে লোভ দেখিয়ে, ধোঁকা দিয়ে শুরু করেছে। অনেক ক্ষেত্রেই স্থানীয় জনগনকে নির্মূল করেছে। যেখানে তারা কিছুটা দয়ালু ছিল সেখানে জনগণকে করেছে নিঃস্ব। এটা তাদের রক্তে। আজ আমরা যখন তাদের কাছে গণতন্ত্র, সুশাসন ইত্যাদির জন্য হাত পাতি তখন কি এসব কথা একবারও ভাবি? মীর জাফরকে তারা এই টোপেই ফেলেছিল। মীর জাফরকে ঘৃণা করেও আমরা কেন বারবার মীর জাফর হই? ইতিহাস কি আমাদের কখনো শিক্ষা দেবে না? নাকি মুর্খতা আর অন্ধবিশ্বাসের কোন দাওয়াই নেই?
মস্কো, ০৯ জুলাই ২০২৫
No comments:
Post a Comment