তাকে কেউ খাঁচা খুলে বাইরে আনতেই পারে, তবে তখন হরিণের বেঁচে থাকার অধিকার রক্ষা করতে বেচারা হরিণকে খাঁচায় ভরতে হবে। সমস্যা হল যারা মানবাধিকার ইত্যাদির নামে আন্দোলন করে তাদের একমাত্র না হলেও অন্যতম প্রধান অস্ত্র হল মানববন্ধন, মিটিং মিছিল এসব যা শুধু বোধ বুদ্ধি সম্পন্ন ও বিবেকবান মানুষের কাছে পাত্তা পায়। ক্ষমতালোভী, অর্থলোভী, বিবেকহীন মানুষের কাছে এসব আবেদন মূল্যহীন। ন্যায় প্রতিষ্ঠার জন্য শুধু আবেদন যথেষ্ট নয়, প্রয়োজন শক্তি। আসলে সব কাজেই শক্তি দরকার। ফলে যেটা প্রায়ই দেখা যায় তা হল এদের ঘাড়ে ভর করে অনেক প্রভাবশালী ব্যক্তি বা দল অপরাধ করেও শাস্তির হাত থেকে রেহাই পায় আর তাদের হাতে নতুন করে অত্যাচারের শিকার হয় নিরীহ মানুষ।
দুবনা, ১২ জুলাই ২০২৫
No comments:
Post a Comment