দুবনা, ২৯ জুলাই ২০২৫
Tuesday, July 29, 2025
পিপিপি
তৃতীয় শক্তির প্রকাশ যেহেতু সুদূরপরাহত দেশে তাই একটা নতুন দল জন্ম নিতে পারে যার নাম হতে পারে নিন্দা জানানো পার্টি। চারিদিকে এত মানুষ দেশে ঘটে যাওয়া হাজারটা অপকর্মের জন্য নিন্দা জানায় বা নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলে যে নিন্দা জানাই বা ভাষা হারা এসব নামে আজকাল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল গঠিত হতে পারে। অথবা যেহেতু সবাই সবাইকে নিন্দা জানাতে, সবাই সবাইকে নিয়ে চর্চা করতে আগ্রহী তাতে পরনিন্দা পর চর্চা পার্টি (পিপিপি - নামটি অনেকেরই পছন্দ হতে পারে) গঠনের কথাও ভেবে দেখা যায়। এটা নতুন কিছু নয়। ইউরোপের বিভিন্ন দেশে বিয়ার লাভার বা ঐ জাতীয় পার্টি থাকতে পারলে আমাদের পরনিন্দা পর চর্চা কম কিসে? আমরাও তো অন্তর থেকে এসব পছন্দ করি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment