আমরা যখন মীর জাফরকে বিশ্বাসঘাতক বলি তখন আমরা সিরাজের প্রতি তার বিশ্বাসঘাতকতার কথাই ভাবি। একই ভাবে আমরা যখন মোশতাকের বিশ্বাসঘাতকতার কথা বলি তখন সে কীভাবে শেখ মুজিবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেটাই মাথায় রাখি। আসলে বিশ্বাসঘাকতার সাথে আমরা সাধারণত দুজন মানুষকে কল্পনায় আনি - এক জন বিশ্বাসঘাতকতা করে অন্য এক জনের প্রতি। তবে রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা যে কোন ব্যক্তি মানুষের যেমন সিরাজ বা মুজিবের চেয়েও দেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনে। রাজনৈতিক নেতা কর্মী ও আমলারা দেশের প্রতিও একই ভাবে দায়বদ্ধ তাই তাদের বিশ্বাসঘাতকতা শুধু কোন মানুষের প্রতিই নয়, দেশের প্রতিও। কিন্তু দেশের প্রতি বিশ্বাসঘাতকতা আমরা প্রায়ই আমলে আনি না। বাস্তবতা হল দল নির্বিশেষে প্রায় সমস্ত রাজনৈতিক নেতা ও আমলা প্রতিনিয়ত দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। অন্তত আমাদের দেশের সার্বিক চিত্র, হোক সে স্বাধীনতা পূর্ব অথবা স্বাধীনতা উত্তর, সেই স্বাক্ষ্যই দেয়। স্লোগান দেবার সময় এসেছে - বিশ্বাসঘাতকতার চাকা চলছে, চলবেই।
দুবনা, ১৮ জুলাই ২০২৫
No comments:
Post a Comment