Thursday, July 10, 2025

সমস্যা

মানুষ একই সাথে যুক্তিবাদী ও বিশ্বাসী। এতে কোন সমস্যা নেই। কারণ যুক্তি কোন বিশ্বাসকে প্রমাণ বা ভুল প্রমাণ করার জন্যই ব্যবহৃত হয়। তাই যদি কিছুতেই বিশ্বাস না থাকে তাহলে যুক্তি কোন কাজে লাগে না যদি না কেউ নিহিলিস্ট হয়। তবে মানুষের বড় সমস্যা হল যুক্তি ও বিশ্বাসের অযৌক্তিক, অপর্যাপ্ত ব্যবহার ও ক্ষেত্র বিশেষে অপব্যবহার। সে অধিকাংশ ক্ষেত্রে নিজের ধারণার সঠিকতায় বিশ্বাস করে আর অন্যদের ধারণা ও বিশ্বাসকে যুক্তি দিয়ে খন্ডন করতে চায়। ফলে সে না জানে নিজেকে, না জানে অন্যকে। যুক্তিবাদী হয়েও নিজের অন্ধবিশ্বাসের কাছে আজীবন জিম্মি থেকে যায়।

মস্কো, ১০ জুলাই ২০২৫

No comments:

Post a Comment