কেউ কেউ প্রফেসরকে হারানো দিনের হেডমাস্টার হতে বলছে যাতে তিনি শক্ত হাতে সমাজের লাগাম টেনে ধরেন। আমার ধারণা এর দরকার নেই। উনি যা করছেন শক্ত হাতেই করছেন। ন্যায় ও সুবিচারের মত অন্যায় ও অবিচারও শক্ত হাতে করা যায়। মব দিয়ে উনি শক্ত হাতে জনগণকে শাসন ও শোষণ করছেন। উনি তো শুরুতেই বলেছেন যে তার রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা না থাকার পরেও কাউকে গুরুদায়িত্ব দিলে তার ব্যর্থতা যারা দায়িত্ব দেয় তাদের মানে জনগণের। সমস্যা হল জনগণের তাঁকে ছাঁটাই করার অধিকার নেই। গণতন্ত্রেই সেটা ধরা ছোঁয়ার বাইরে, মবতন্ত্রে তো প্রশ্নই আসে না।
দুবনা, ১৩ জুলাই ২০২৫
No comments:
Post a Comment