Tuesday, July 15, 2025

শক্তি ও সমস্যা

বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় শক্তি হল জনগণ। যখনই শাসক গোষ্ঠী (আসলে শোষকের গুষ্টি) নিজেদের ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করে। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের সাহায্য করে, অনেক ক্ষেত্রে আন্দোলনে নেতৃত্ব দেয়। কিন্তু একবার ক্ষমতায় গেলে যে অন্যায়ের বিরুদ্ধে জনগণ লড়াই করল আর যে লড়াইয়ের লেজ ধরে রাজনৈতিক দল ক্ষমতার বৈতরণী পার হল, আগের শাসকদের সেই অন্যায় অবিচারকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করে নিজেরাই দ্বিগুণ উৎসাহে এসব অন্যায় অবিচারে মত্ত হয়। সেই বিচারে বাংলাদেশের রাজনীতির বড় সমস্যা হল রাজনৈতিক দলগুলো এবং দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধরণের ক্ষমতাসীন ও তাদের চেলা চামুণ্ডারা।।

দুবনা, ১৫ জুলাই ২০২৫

No comments:

Post a Comment