আমাদের রাজনীতিবিদদের সবার গায়ে মনে হয় গন্ডারের চামড়া। তবে পদপদবি ভেদে চামড়ার পুরুত্ব ভিন্ন। তাই একেক জনের একেক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বোধোদয় ঘটে আর সেই অনুভূতির উপর ভিত্তি করে রচিত হয় তাদের রাজনৈতিক বয়ান। আর দিনের শেষে যা হয় তাকে বলে জগাখিচুড়ী।
দুবনা, ২৪ জুলাই ২০২৫
No comments:
Post a Comment