Sunday, July 6, 2025

নাম

দিন দুয়েক আগে ফেসবুকে এক নব্য নেতার বিদগ্ধ বাণী পড়লাম। একাত্তর ও চব্বিশ নিয়ে দরকষাকষি। তাই মাথায় প্রশ্নটি উঁকি মেরে অদৃশ্য হয়ে গেল।

আচ্ছা মুক্তিযুদ্ধ যদি ভারতের ষড়যন্ত্র ও বাঙালি-বিহারী দাঙ্গা হয় তবে যে বা যারা এটা বলে তাকে বা তাদের কি নামে ডাকা যায়?

মস্কোর পথে, ০৬ জুলাই ২০২৫

No comments:

Post a Comment