Friday, July 11, 2025

অভ্যাস

রাজা প্রাসাদ ছেড়ে কুঁড়ে ঘরে গেলেও আচার আচরণে রাজাই থাকে আর ভিখারি রাজপ্রাসাদে গিয়েও ভিখারিই রয়ে যায়। এই বিশ্বাস আমার দৃঢ় বদ্ধ হয় যখন দেখি বিদেশের মাটিতে আমাদের রাজা মহারাজারা দেশে গিয়ে আবার সেই ভিখারি বনে যায়। বিদেশে রাজা বাদশাহ হয় শুধু নিজেদের গুনেই না, স্থানীয়দের মহানুভবতা গুনেও। কিন্তু দেশে ফিরলেই পরিবেশ দোষে সে আবার জোচ্চোর তা তার পকেটে নোবেল থাকুক আর মার্কিন প্রফেসরশীপ থাকুক।

মস্কো, ১১ জুলাই ২০২৫

No comments:

Post a Comment