Saturday, July 19, 2025

উল্টা পাল্টা

আমি প্রায়ই উল্টা পাল্টা পড়ি। এইতো গতকাল ফেসবুকে কার্ল মার্ক্স ও ফ্রেডারিক এঙ্গেলস এর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের উপর বইটির প্রচ্ছদ দেখে পড়লাম 
ফ্রেডারিক মার্ক্স ও‌ কার্ল এঙ্গেলস। এবং পড়েই আৎকে উঠলাম। মজার ব্যাপার হল এরকম আমার হর হামেশাই হয়। মস্তিষ্কের বিকার নাকি চোখের ক্রস প্রডাক্ট?

দুবনার পথে, ২০ জুলাই ২০২৫

No comments:

Post a Comment