ফেসবুকের কল্যাণে আজকাল উপমহাদেশের বিয়ের বিভিন্ন ছবি চোখে পড়ে। আগে যা বলিউডের মুভিতে দেখা যেত এখন সেটা বাস্তব জীবনে রূপ পায়। আর দেশের বা উপমহাদেশের উচ্চ বা মধ্যবিত্ত পরিবারের বিয়ের ছবি দেখলে মনে হয় পুঁজিবাদী রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়ে আমরা এখন সামন্ত যুগে প্রবেশ করছি - হ্যাঁ এসব ছবি আমাদের রাজা বাদশাহদের দরবারে ফিরিয়ে নেয়। বিয়ের মত ব্যাপার যা সাধারণত জীবনে একবারই ঘটে সেটা স্মরণীয় করে রাখা মোটেই খারাপ কিছু নয় তবে আমাদের এই সুলতানী আমলে ফিরে যাওয়ার মনস্তত্ত্ব বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এটা সংস্কৃতির মধ্য দিয়ে ১৯৪৭ তথা মদিনা সনদে ফিরে যাবার আকাঙ্ক্ষা নাকি মদিনা সনদে ফিরে যাবার প্রারম্ভিক প্রস্তুতি এই সুলতানি সাজে বিয়ে? কারণ একটা জাতির ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সেই জাতির সামাজিক ও সাংস্কৃতিক জীবন কোন দিকে এগুচ্ছে তার উপর।
দুবনা, ০২ জুলাই ২০২৫
No comments:
Post a Comment