যখন কেউ কোন ভালো কাজ করে, নিজের কাজের মধ্য দিয়ে সমাজ ও মানুষের জীবনের উন্নতির পথ দেখায় আমরা তাঁকে পথপ্রদর্শক বলি, সেই পথে চলার জন্য অন্যদের উৎসাহিত করি। কিন্তু একথাও তো ঠিক যে অনেক খারাপ কাজের কাজীরাও কারো না কারো জন্য পথের দিশারী। কথায় বলে চোরেরও সাগরেদ থাকে। তাই রাজনৈতিক নেতা বা পাবলিক ফিগাররা যখন কিছু করেন তাদের উচিৎ ভেবে দেখা সেটা কাউকে এমন কোন কাজ করতে উৎসাহিত করবে কিনা যা সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে এটা যদি কোন রাষ্ট্রনায়ক করে। চাইলাম আর সন্ত্রাস দমনের নামে হাজার হাজার নারী শিশু হত্যা করলাম বা পারমাণবিক স্থাপনায় আঘাত হাননাম - এসব কোন এক সময় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।
দুবনা, ০৪ জুলাই ২০২৫
No comments:
Post a Comment