Wednesday, July 30, 2025

কৃমি

বিভিন্ন সময়ের ওর কথাবার্তা শুনে এই সিদ্ধান্তে আসাই যায় যে বিশ্ববিদ্যালয় নামক মাদ্রাসার ঐ ষ্যাঁড়টির মুখ আমাশয় নামক এক গুরুতর সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। ধারণা করা যায় যে সে সুদূর একাত্তরে এই রোগে সংক্রামিত হয়েছিল। বাংলাদেশের দুর্ভাগ্য যে এ রকম সুবিধাবাদী বুদ্ধিজীবানুরা গুঁড়া কৃমির মত ঘাতক দালাল নির্মূল কমিটির মত মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত সংগঠনে ঢুকে আজ মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। সামাজিক ভাবে বয়কট করা ছাড়া এই সংক্রামক রোগ থেকে মুক্তির উপায় আছে বলে মনে হয় না।

দুবনা, ৩০ জুলাই ২০২৫

No comments:

Post a Comment