বাঙালি এক আত্মবিস্মৃত জাতি, বিশেষ করে বাংলাদেশের বাঙালি বা বাংলাদেশী। তাই তো সে নিজের শিকড় খুঁজে পায় না বা খুঁজে পেতে চায় না। হাজার বছরের ইতিহাস তো দূরের কথা সে তার নিকট ইতিহাস ভুলে যেতে সদা প্রস্তুত। গীত গোবিন্দ নয় সে শিকড় খুঁজে আরব্য রজনীতে। পদ্মা তীরের তাজউদ্দীনে নয় সে জাতির নায়ক খুঁজে বেড়ায় সিন্ধু তীরে বা আরবের মরুভূমিতে। শিকড় বিহীন এই জাতিকে নিয়ে তাজউদ্দীন কীভাবে দেশ স্বাধীন করলেন সেটাই ভাবনার বিষয়। আপনার জন্ম শতবার্ষিকীতে তাই তো কোন জাতীয় উদ্যোগ নেই। উল্টা স্রোতে চলা মানুষের ভাগ্য এমনই হয়।
শুভ জন্মদিন!!!
দুবনা, ২৩ জুলাই ২০২৫
No comments:
Post a Comment