Sunday, July 27, 2025

সময়

শয়তানের এডভোকেটের মত অনেক সাবেক ও সক্রিয় প্রগতিশীল (?) আজকাল প্রতিক্রিয়ার এডভোকেসি করছে। যে যাই বলুক বর্তমান প্রশাসনের কোন কর্মকান্ডই দেশ বা দেশের মানুষের জন্য কোন মঙ্গল তো বয়ে আনেই নি বরং অভিশাপের মত জেঁকে বসেছে জাতির বুকে। এমতাবস্থায় তাদের কোন রকম সহযোগিতা করা মানে দেশ, ত্রিশ লাখ শহীদ ও কয়েক রাখ মা বোন ও বিগত পঞ্চাশ বছর হাজার হাজার মানুষ, যারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নিজেদের সুখ শান্তি এমনকি প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা। বাম প্রগতিশীল বলে পরিচিত মানুষ নিজেদের তৃতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে পারেনি, এখন সময় এসেছে জনগণের এদের পরিত্যাগ করার ও নিজেদের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার।

দুবনা, ২৭ জুলাই ২০২৫

No comments:

Post a Comment