দুবনা, ২৯ জুন ২০২৫
Sunday, June 29, 2025
ধর্ষক
দুর্বল মানুষ অন্যায়ের প্রতিকারের জন্য ঈশ্বরের কাছে দরখাস্ত করে আর শিক্ষিত ও সংস্কৃতিমনা মানুষ আবেদন করে অপরাধীদের বিবেকের কাছে। কিন্তু এসব অপরাধীদের বিবেক থাকার সম্ভাবনা ঈশ্বরের অস্তিত্ব থাকার সম্ভাবনার চেয়েও কম। তাই কোন প্রার্থনা নয়, একমাত্র সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ পারে মুরাদনগর তথা মব সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করতে। মানুষের মাংসের স্বাদ পাওয়া বাঘ ধর্ম বা বর্ণ দেখে না। আজ যদি হিন্দু মহিলা বিধায় ধর্ষক পার পেয়ে যায় কাল তার হাতে কোন মহিলাই নিরাপদ থাকবে না। আরও একটা কথা আওয়ামী লীগ বা বিএনপি এটা তার রাজনৈতিক পরিচয় আর মানুষ হিসেবে তার পরিচয় সে অমানুষ, ধর্ষক। তাই রাজনীতি টেনে পরিস্থিতি ঘোলাটে না করে ধর্ষকের বিচারের জন্য জোর দাবি তোলা আজ প্রতিটি বিবেকবান মানুষের কর্তব্য।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment