আমাদের দেশের সাধারণ মানুষের শিক্ষিত মানুষের প্রতি এক ধরণের শ্রদ্ধা ও আবেগ আছে। ফলে ডঃ কামাল হোসেন, অধ্যাপক মুজাফফর আহমেদ সাধারণ মানুষের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার অনেক কাজকে মানুষ তাদের ডিগ্রির অভাব হিসেবে দেখত। তাই নোবেল জয়ী ডঃ ইউনুস সাধারণ মানুষের মনে এক ধরণের সমীহা জাগায়, তার প্রতি শেখ হাসিনার বিভিন্ন আচরণ তারা ঈর্ষা হিসেবে নেয়। এই যে আজ তিনি শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ প্রায় চার শ' মানুষের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করলেন এটা তার ডিগ্রির, তার শিক্ষার অসারত্ব প্রমাণ করল। মুক্তিযোদ্ধার খাতা থেকে শেখ মুজিবের নাম কাটা অনেকটা খ্রিষ্টানদের হাজিরা খাতা থেকে যীশু খ্রিষ্টের নাম কেটে দেয়ার মত।
দুবনা, ০৪ জুন ২০২৫
No comments:
Post a Comment