দলকানা বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় সমস্যা হল পরিমিতিবোধের অভাব। কী প্রশংসায় কী সমালোচনায় তারা এতটাই লাগামহীন যে এতে করে শুধু নিজেদের শিক্ষা দীক্ষা ও জ্ঞানের পরিধি সম্পর্কেই প্রশ্ন করার সুযোগ করে দেয় না, একই সাথে যাদের সম্পর্কে বলে তাদের যোগ্যতা বা অযোগ্যতা নিয়েও জনমনে প্রশ্নের উদ্রেক করে। ফল হয় উল্টো। জাতির সমস্যা হল এরা প্রায় সবাই বিশাল বিশাল বুটের অধিকারী বিধায় অনেকেই মাড়িয়ে মারতে পারে।
দুবনা, ০৩ জুন ২০২৫
No comments:
Post a Comment