Thursday, June 26, 2025

গণতন্ত্র

বর্তমানে কী দেশের অভ্যন্তরে রাজনৈতিক লড়াই, কী দেশে দেশে যুদ্ধ - এসব জনগণের ভালোর জন্য যতটা না তারচেয়ে বেশি এই জনগণকে কে কত বেশি পরিশীলিত ভাবে শোষণ করবে তার প্রতিযোগিতা। জনগণের জন্য রাজনৈতিক পরিবর্তন তাই অধিকাংশ ক্ষেত্রেই আপদ থেকে মুক্তি পেয়ে বিপদে পড়া বা ফাঁসির রজ্জু আর ফায়ারিং স্কোয়াড এই দুইয়ের মধ্যে একটি বেছে নেয়া - মৃত্যু তার নিশ্চিত শুধু তাকে কীভাবে বরণ করবে সেটা বাছাইয়ের নাম এখন গণতন্ত্র।

দুবনা, ২৬ জুন ২০২৫

No comments:

Post a Comment