এরকম অনেক বাচ্চা দেখেছি যারা বড়দের দৃষ্টি আকর্ষণের জন্য শুধু হাত তুলেই শান্ত থাকে না, হাত নাড়িয়ে, বিভিন্ন ক্যারিকেচার করে নিজের উপস্থিতি জানান দিতে থাকে যতক্ষণ না বড়রা তার উপস্থিতি স্বীকার করে নেয়। আগস্টের বিজয়ের পর গণ ভবন ভাংচুর, মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন স্থাপনা ধ্বংস, ৩২ নম্বর মাটিতে মিশিয়ে দেয়া এ সবের পরে সরকারের পাকিস্তানি রূপ দেখানোর জন্য শেখ মুজিব ও চার জাতীয় নেতা সহ অনেকের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করার কি এতই প্রয়োজন ছিল? কিন্তু ঐ বাচ্চা ছেলেটির মত ভয় এদের শান্তিতে থাকতে দেয় না, মাঝে মধ্যে এসব করে অন্যদের জানান দিতে হয় যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সব করতে পারে। কিন্তু মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা কি এতই সহজ? ত্রিশ লক্ষ শহীদের রক্ত কি এতই ফেলনা?
দুবনা, ০৪ জুন ২০২৫
No comments:
Post a Comment