দুবনা, ২৮ জুন ২০২৫
Saturday, June 28, 2025
ঘুম
বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ ভেঙে জুলাই এর গণমিনার স্থাপনের পরিকল্পনা আবারও প্রমাণ করল বর্তমান সরকার একাত্তর আর চব্বিশকে সাংঘর্ষিক হিসেবে দেখে। তা না হলে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণকে রেখেই গণমিনার তৈরি করা যেত। আমাদের সংস্কৃতি ইতিহাস অস্বীকার করার সংস্কৃতি হয়ে যাচ্ছে দিন দিন। এখনও যারা ভাবছে বর্তমান সরকার একাত্তর প্রশ্নে তাদের ছাড় দেবে তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। আর কত নুনের ছিটা আমাদের কাটা ঘায়ে দিতে হবে এটুকু বুঝতে যে একাত্তরের পক্ষের মানুষের পথ এই সরকার ও তার শেয়ার হোল্ডারদের পথ কখনোই এক হবে না। সরকারের গড়া ঐক্যমত্য কমিশন নয় একাত্তরের পক্ষের মানুষের এক হবার সময় এসেছে আমাদের ইতিহাস আর ঐতিহ্য রক্ষা করার জন্য। যদি আজ সেটা না পারেন কাল খুব বেশি দেরি হয়ে যাবে। শুধু মাত্র ব্যাপক গণ জাগরণের মধ্য দিয়েই মব সন্ত্রাস প্রতিহত করা যাবে। করতে হবে আমাদেরকেই, কেউ সাহায্যের হাত বাড়াবে না। এখনই সময় ঘুম থেকে জেগে ওঠার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment