যেকোনো সংগঠনের মূল মন্ত্র বা ভিত্তি তার সদস্যদের সমান অধিকার। যখন সেখানে গ্রুপিং বা লবিং শুরু হয় তখন সেই সংগঠন তার কার্যকারিতা হারায়। যদি সেই গ্রুপকে মোকাবেলা করার মত অন্য কোন গ্রুপ বা জোট থাকে তাহলে হয়তো বা সে আরও কিছু সময় ফাংশন করতে পারে। অন্যথায় সে তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। যতদিন ওয়ারশ জোট ও জোট নিরপেক্ষ আন্দোলন শক্তিশালী ছিল পশ্চিমা বিশ্ব জাতি সংঘকে অকার্যকর করতে পারেনি। এখন জাতিসংঘ মূলতঃ আমেরিকা ও তার সাগরেদদের স্বার্থ রক্ষা করে। বলা হয় গণতন্ত্র খারাপ তবে এর চেয়ে ভালো কিছু এখনও আবিষ্কৃত হয়নি। জাতি সংঘের ক্ষেত্রেও একই কথা বলা চলে।
দুবনা, ২২ জুন ২০২৫
No comments:
Post a Comment