খবরে প্রকাশ কোন এক উপদেষ্টার বাড়ি থেকে নাকি ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একাত্তরের স্বাধীনতার পর কম্বল চোর আর গম চোরদের ভালো ফলন হয়েছিল, চব্বিশের স্বাধীনতা জন্ম দিচ্ছে চাল চোর, ট্যাক্স চোর এইসব। বার বার শুধু চোরেরাই আসছে - মুখ বদল হলেও মুখোস বা চরিত্র থাকছে আগের মত। এটা বঙ্গবন্ধু ভালো ভাবেই অনুধাবন করেছিলেন আর তাই দুঃখ করে বলেছিলেন যে তার কপালে জুটল চোরের খনি। বঙ্গবন্ধু বা আদর্শ আজ নেই তবে চোরের খনি অবিরাম চোরের জন্ম দিয়ে যাচ্ছে।
দুবনা, ০৫ জুন ২০২৫
No comments:
Post a Comment